জরীফ উদ্দীন:
বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও শ্লোগানে আজ বিকাল ৪:০০ ঘটিকায় উলিপুর প্রেসক্লাব ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখা আয়োজিত রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন; পেশাজীবী ও সুধীবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে গণকমিটি, উলিপুরের সভাপতি আপন আলমগীরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, গণকমিটি, কুড়িগ্রাম এর কার্যকরী সদস্য মাসুম করিম, সিপিবি এর দেলোয়ার হোসেন, নারী উন্নয়ন কর্মী ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সুজনের ফিরোজ আলম, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়ুবুর রহমান, শিক্ষাবিদ এম.এ মতিন, উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম সুজা, বাসদ নেতা সাঈদ আক্তার আমিন, জেলা ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্বপন সরকার, উলিপুর মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, সমাজসেবক সৌমেন্দপ্রসাদ পাণ্ডে গভা, উলিপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, এটি শুধু বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও আন্দোলন নয়, এটি মানুষ বাঁচাও আন্দোলন। এই আন্দোলননে উলিপুরের সকল সংগঠন ও ব্যক্তিরা প্রতিরোধ কল্পে সকল কার্যক্রম এ অংশগ্রহণ করার কথা ব্যক্ত করেন। বুড়ি তিস্তা বাঁচাতে নদী ড্রেজিং করে পানি নিষ্কাশন করার দাবী জানান বক্তারা।