।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীতে কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়ার চেষ্টা করে ছাত্রলীগের একাংশ। এসময় পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের সরানোর চেষ্টা করলে মিছিলে হামলার চেষ্টা করে ব্যর্থ হয় ছাত্রলীগ। ঘটনা ভিডিওধারণ করায় চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগের বাতিল হওয়া কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ। পরে ক্যামেরার ব্যাটারি খুলে নেয়।
কোটা সংষ্কার দাবী ও রংপুরে পুলিশের গুলিতে ছাত্র সাঈদের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিএসসি মোড়ে আসলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ মিছিলের সামনে দাঁড়িয়ে বাধা দেয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ও থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকারসহ পুলিশ সদস্যরা ছাত্রলীগ নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করেন। মিছিলটি বাসস্ট্যান্ড হয়ে বাজার দিয়ে ঘুড়ে নাগেশ্বরী কলেজে গিয়ে শেষ করে।
এসময় পুলিশকে সরিয়ে দিয়ে হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ নেতারা। এসময় ভূয়া ভূয়া স্লোগান দেয়া হয় মিছিল থেকে। এ ঘটনা ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাঁধা দেয় ছাত্রলীগকর্মীরা। চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এবি সিদ্দিক ভিডিও ধারণ শেষে আসার সময় তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সিদ্দিক ক্যামেরা টেনে নিলেও ক্যামেরার ব্যাটারি খুলে নেয় তারা।