|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুলাই ১৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ একটি হুইল চেয়ারের আকুতি নাগেশ্বরীর মর্জিনা বেগমের
মর্জিনা বেগম বলেন, এক পাও নাই। অনেক কষ্ট করি চলাফেরা করা লাগে। নামাজ পড়বের পাইনা। কষ্ট হয়। কাইও একটা হুইল চেয়ার দিলে অনেক উপকার হইল হয়।
https://www.ulipur.com/?p=33359
➤ ভাসমান সেতু পেল রৌমারীবাসী
রৌমারীর সীমান্তবর্তী এলাকার জিঞ্জিরাম নদীর ওপর ভাসমান সেতুর উদ্বােধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ ভিডিও কনফারন্সর মাধ্যম এ সেতুর উদ্বােধন করেন। এতে উপজেলার সীমান্তবর্তী এলাকার চারটি গ্রামের পাঁচ হাজার মানুষের চলাচলের সুযােগ সৃষ্টি হয়েছে।
https://www.ulipur.com/?p=33379
➤ কুড়িগ্রামে পুলিশের দাবা চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত
কুড়িগ্রামে পুলিশের রংপুর আন্ত: রেঞ্জ ইন্ডোর দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন সদর থানার পুলিশ লাইন্স এ কর্মরত কনস্টেবল শাহজাহান মিয়া ও রানার্স আপ হয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। সেই সাথে ৩য় স্থান দখল করেন পুলিশ রিজার্ভ অফিসে কর্মরত কনস্টেবল ফারুক হোসেন।
https://www.ulipur.com/?p=33386
➤ উলিপুরে বন্যার্তদের মাঝে চাল বিতরণ
উলিপুরে তিস্তা নদীর পানি কমে গেছে। বিভিন্নস্থানে আশ্রয় নেয়া বানভাসি মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও তাদের দুর্ভোগ কমেনি। দুর্ভোগের শিকার এসব পাশে দাঁড়িয়েছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আমিন নূরা।
https://www.ulipur.com/?p=33393