|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ১৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরুর দাবিতে উলিপুরে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত থেতরাই ইউনিয়নের অর্জুন এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
https://www.ulipur.com/?p=33329
➤ উলিপুরে পানি কমলেও নদী ভাঙনের শিকার ৪৫৮টি পরিবার
‘একদিনের ভাঙনে ৩৫টি বাড়ি বিলিন হয়ে গেছে। আমরা গুচ্ছগ্রাম থেকে গুজিমারী গেছি কিন্তু সেখানে পানি ওঠায় আবার ভাঙন কবলিত জায়গায় চলে এসেছি। আমাদের কোন জমিজমা নেই। এখন যে কোথায় উঠি ঠিক করতে পারি নাই।’
https://www.ulipur.com/?p=33336
➤ রৌমারীতে আ’লীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে, অতিরিক্ত পুলিশ মোতায়েন
মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রৌমারী উপজেলা আ’লীগের দু’গ্রুপের মুখোমুখি অবস্থান। শনিবার (১৩ জুলাই) উভয়পক্ষ দিনভর পাল্টাপাল্টি সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। ফলে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
https://www.ulipur.com/?p=33339