।। উপজেলা প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরুর দাবিতে উলিপুরে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত থেতরাই ইউনিয়নের অর্জুন এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
থেতরাই ইউপি’র সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান মুন্সি রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক এম ছাগির উদ্দিন, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন রাফি, থেতরাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি নূরনবী সরকার প্রমূখ।
গণঅবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, আমরা চীন-ভারত বুঝি না, তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে এ বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। নদী মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, অভিন্ন নদী হিসেবে ভারতের সাথে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ, শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সাথে নদীর পূর্বের সংযোগ স্থাপন, নৌ চলাচল পূনরায় চালু, ভূমিদস্যুদের হাত থেকে অবৈধভাবে দখলকৃত তিস্তাসহ তিস্তার শাখা-প্রশাখা গুলো দখলমুক্ত করা। নদীর বুকে ও তীরে গড়ে উঠা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এছাড়া ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
উল্লেখ্য একই সময়ে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার ১১০টি পয়েন্টে গণঅবস্থান কর্মসূচি পালন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/১৩/২৪