|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ১০, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে নিখোঁজের একদিন বৃদ্ধের মরদেহ উদ্ধার
মঙ্গলবার বিকেলে মুশফিকুর রহমান বাড়ি থেকে জর্দ্দা ক্রয়ের জন্য বাজারে যান। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেন নাই। দীর্ঘ সময় রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরের দিন বুধবার (১০ জুলাই) সকালে স্থানীয় এক মহিলা হকের চরের ছোট খালের পানিতে মুশফিকুর রহমানের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দিলে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
➤ হামার দুইজনের আর জান বাঁচে না, ত্রাণ পেয়ে খুশি
‘আমার দুইটা বেটা (ছেলে), বউ ছাওয়া নিয়ে আলদা খায়, ভালো চলে না। মুই মাইনষের বাড়িত কাম করি সংসার চালাং। ৭/৮ দিন থাকি বন্যার পানি ঘরোত উঠছে। থাকার জায়গা নাই। কামও নাই, ঘরোত খাবার নাই। হামার দুইজনের আর জান বাঁচে না। কয়দিন আগোত নৌকাত করি খ্যাচরি (খিচুরি) নিয়া অনেক গুলা মানুষ আসছিল, যায়া দেখি শেষ হইছে। আজ অবোধি কাইয়ো হামার খবর নেয় নাই। আজ ত্রাণ পাইছি, খুব ভালো নাগছে।
➤ চিলমারীতে বন্যার থাবায় বন্ধ ৬০টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
বৃষ্টি আর উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্রের পানি। পানি বৃদ্ধির ফলে বাড়িঘরসহ তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে মাঠসহ বিদ্যালয়ে পানি উঠায় ইতোমধ্যে ৫৫টি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানসহ বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রহ্মপুত্রের পানির তোড়ে ১টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলিন হয়েছে এবং আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙ্গনের মুখে।
https://www.ulipur.com/?p=33282
➤ কুড়িগ্রামে বন্যার্তরা ভুগছে খাদ্য কষ্টে
দুদিন আগে তাদের ওয়াডের মেম্বার ৫ কেজি চাল দিয়েছিল। তাদিয়ে দুপুর ও রাতে ডাল দিয়ে ভাত খেয়েছিল। এ অবস্থা শুধু জালাল উদ্দিনের পরিবারের নয় ব্রক্ষপুত্র নদের অববাহিকায় কালির আলগা মৌজার মন্ডল পাড়া গ্রামের ৫০ পরিবারের। কি অবর্ণনীয় কষ্টে চলছে ব্রক্ষপুত্র দুধকমোর ধরলা,তিস্তা পারের পানি বন্দী মানুষরা। টানা ১০ দিনের বেশী সময় চলছে এ অবস্থা। আজও দুর্গম চর-দ্বীপচরের মানুষের ঘরে এবং আঙ্গিনায় হাটু পানি।
https://www.ulipur.com/?p=33287
➤ চিলমারীতে তলিয়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
বন্যার পানিতে ডুবে আছে চিলমারীর বিভিন্ন অঞ্চল। তলিয়ে গেছে আশ্রয়ণ ও হরিজন পল্লী। প্রায় ১ সপ্তাহ থেকে পানিবন্দি থাকায় আশ্রয়ণবাসীদের মাঝে দেখা দিয়েছে দুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের সাথে ঔষধ ও চিকিৎসা সেবা থেকেও রয়েছে বঞ্চিত তারা। সরকারি ঘর পেলেও অন্যান্য সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকায় হতাশায় বাসীন্দারা।
https://www.ulipur.com/?p=33291