।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে সাব্বির রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (০৮ জুলাই) দুপুরে তবকপুর ইউনিয়নের বড়ুরা তবকপুর তামাকুপাড়া ব্রিজের পাড়ে। সাব্বির খামার তবকপুর মুসুল্লী পাড়ার গোলাম মোস্তফার ছেলে। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সাব্বির তার সহপাঠীদের সাথে বড়ুরা তবকপুর তামাকুপাড়া ব্রিজে পাড়ে বন্যার পানিতে গোশল করতে যায়। গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে পানি বৃদ্ধি পেয়ে ব্রিজের নিচ দিয়ে পানির স্রোত বয়ে চলছে। সাব্বিরসহ তার বন্ধুরা ব্রিজ থেকে লাফ দিয়ে স্রোতে গা ভাসিয়ে খেলা করে। এক সময় সাব্বির স্রোতে লাফ দিলে দীর্ঘ সময় না উঠলে তার সহপাঠীদের ডাক চিৎকারে এলাকার লোকজনসহ স্বজনরা ব্রিজের আশপাশে খোঁজখুজি করে সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/০৮/২৪