|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ০৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে মানবেতর জীবন যাপন করছে ৬০ হাজার বানভাসি মানুষ
ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করলেও সদরে বাড়ছে পানি। এতে ভোগান্তিতে পড়েছে ওই অঞ্চলের মানুষ। চিলমারীতে পানিবন্দি হয়ে অবদা বাঁধ, আশ্রয়ণ কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়াও ভাঙ্গনের ফলে ভিটামাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে শতশত মানুষ।
https://www.ulipur.com/?p=33219
➤ বন্যা থেকে বাঁচতে বাঁধে আশ্রয় নিয়েছেন উলিপুরের নবীর উদ্দিন
আজ ৭দিন থাকি বান্দোত (বাঁধ) চালা তুলি গরু ছাগোল (ছাগল) নিয়া আছি। হামার খবর কাইও নেয় না। তোমার মত অনেক মানুষ আইসে আর খালি ফটো তুলি নিয়া যায়। কিছু দেয় না। ঘরোত খাবার নাই, হামরা কি খাই, গরু ছাগলোক ব্যান কি খোয়াই, বিপদে আছি।’
https://www.ulipur.com/?p=33224
➤ কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভেঙে যাচ্ছে বাঁধ ও সড়ক
কুড়িগ্রামে পানি বাড়ার সাথে দেখা দিয়েছে নদ নদীতে তীব্র ভাঙন। দুধকুমার নদের পানি বাড়ার সাথে সাথে একের পর এক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ও সড়ক উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে বিস্তৃর্ণ জনপদ। দীর্ঘ হচ্ছে বানভাসীদের তালিকা।
https://www.ulipur.com/?p=33227