|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ০৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে ২ টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ
রাজারহাট থানার একটি চৌকস টিম লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘ আছড়া গ্রামের আতিকুর রহমান ওরফে আতিক কসাই কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য ভিত্তিতে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই গরু উদ্ধার করা করে।
➤ চিলমারীতে ডানতীর রক্ষা প্রকল্পের বাঁধে ধস
একের পর এক স্থানে ধস দেখা দিয়েছে চিলমারী ডানতীর রক্ষা প্রকল্পে ও অবদা বাঁধে। ধস দেখা দিয়েছে রেগুলেটর (স্লুইস গেট) এর দুপাশে। একের পর এক স্থানে ধস দেখা দেয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সঠিক পদক্ষেপ না নেয়াসহ জিও ব্যাগ ফেলানো কাজে অনিয়ম, পানি উন্নয়ন বোর্ডের সঠিক নজরদরির অভাব ও গাফলতিকে দায়ি করেছেন স্থানীয়রা। এছাড়াও অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভাঙ্গনের তীব্রতা বেড়েছেও বলে মন্তব্য করেন এলাকাবাসী।
https://www.ulipur.com/?p=33189
➤ রৌমারীতে কর্মকর্তাদের অবহেলায় বসতভিটা হারালেন মর্জিনা বেওয়া
শনিবার (৬ জুন) দুপুরে মর্জিনা বেওয়া ও আয়নাল হক অভিযোগ করে বলেন, এখানে একটা স্লুইসগেট নির্মাণ কাজ চলছে। আমরা এখানে বসতি গড়েছি আট বছর হলো। প্রতিবছরই বন্যা হয় স্রোতও থাকে অনেক কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই নাই। বছর খানেক আগে থেকে স্লুইসগেট নির্মাণ কাজ শুরু হয়। এতে অনেক গভীর করে পিলার করা হয়।
https://www.ulipur.com/?p=33195
➤ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ
জীবন বাঁচাতে অনেকে নিজস্ব নৌকায়, উঁচু রাস্তায়, ফ্লাড শেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও মেইন ল্যান্ডে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। শনিবার নাগেশ্বরীতে দুধকুমার নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে নতুন করে ১২ গ্রামের ২৫ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বর্তমানে জেলায় পানি বন্দী লোকের সংখ্যা প্রায় তিন লাখ।
https://www.ulipur.com/?p=33205
➤ রাজিবপুরে বাস্তুহারা অসংখ্য পরিবার, জ্বলছে না চুলা
শুক্রবার ও শনিবার (৫ ও ৬ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব এলাকার অধিকাংশ বাড়িই প্লাবিত হয়েছে। বাড়ি ছাড়া হয়েছে অনেক পরিবার। যারা বন্যার পানির সাথে যুদ্ধ করে নিজ বাড়িতে অবস্থান করছে তাদের অনেকের বাসায় জ্বলেনি চুলা।
https://www.ulipur.com/?p=33201