|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুলাই ০৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোনো কোনো নদ-নদীর পানি কমলেও বাড়ছে অস্বাভাবিক হারে ব্রহ্মপুত্র নদের পানি। এতে করে নদী তীরবর্তী ৬টি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পরেছে। বেড়েই চলেছে বানভাসীদের দুর্ভোগ। সরকারি সহায়তা পৌছে নি সর্বত্র।
https://www.ulipur.com/?p=33177
➤ উলিপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
উলিপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন নদী ভাঙন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চরে ১৩০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি করে মুসুর ডাল, লবণ, চিনি, এক লিটার সোয়াবিন তেল, গুঁড়া মরিচ ১’শ গ্ৰাম, হলুদ ২’শ গ্ৰাম, ধনিয়া গুড়া ১’শ গ্ৰাম বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=33179