|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ০৪, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
নাগেশ্বরীতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নুনখাওয়া ইউনিয়নের বন্যাবলিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে আড়াইশ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়।
➤ চিলমারীতে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ৮ হাজার পরিবার
উজানের ঢল সাথে টানা বৃষ্টি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমা অতিক্রম করায় চিলমারীর নদীর তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ইতিমধ্যে উপজেলার প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। বন্যা পানি বাড়িঘরে উঠে পড়ায় পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে দুর্ভোগ।