রোকনুজ্জামান মানু :উলিপুর উপজেলায় মজুরী বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকেরা। কাজে ফাঁকি দেয়ার প্রবনতা কম থাকায় দিন দিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,চলতি বোরো মৌসুমে সদ্য রোপণকৃত ধান চারাগাছ গুলো বেড়ে উঠতে শুরু হওয়ায় ধান গাছ গুলোর পরিচর্যা অপরিসীম হয়ে পড়ে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে পড়েন এ কাজে। পুরুষ দিনমজুরা বেশি পারিশ্রমিকের আশায় দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় গৃহস্থের একমাত্র ভরসা নারী শ্রমিক।অসচ্ছল পরিবার, স্বামীপরিত্যাক্তা, বিধবা ও অভাব অনটনে জড়িয়ে থাকা এ সকল নারীরা শ্রম বিক্রি করতে গেলে এ সুযোগ নিয়ে গৃহস্থরা তাদেরকে সঠিক মজুরী না দিয়ে স্বল্প মজুরী দিয়ে কাজ করে নিচ্ছে। এদিকে পুরুষ শ্রমিকেরা প্রতিদিন ২০০ থেকে ২৫০টাকা হারে মজুরী পান। একই কাজে নারী শ্রমিকেরা ১০০ থেকে ১২০ টাকা । নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের মজুরী।উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নারী শ্রমিক রোশনা বেগম (৪০), হাতিয়ার সাহেরা বেগম (৫০), সহিদা(৩৫), দলদলিয়া ইউনিয়নের জাহেরা (৫০) জানান, খেতে খামারে যেভাবে পরিশ্রম করেন তার তুলনায় তাদের মজুরী অতি নগন্য। স্থানীয় সরকারের মাধ্যমে কোনপ্রকার সুযোগ সুবিধা পান কিনা এমন প্রশ্নের জবাবে ধামশ্রেণীর রোকেয়া বেগম(৪৫) বলেন, কিছু চাইতে গেলে মেম্বার টাকা চায়। টাকা ছাড়া কিছু দেয় না। তাই অল্প মজুরীতে কাজ করতে বাধ্য হচ্ছি।
উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.