|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ০৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বন্যা কবলিত পরিবারের মাঝে চাল বিতরণ
উলিপুরে বন্যা দুর্গত মানুষজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ জুলাই) বিকেলে থেতরাই ইউনিয়নের ২নং হোকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
➤ উলিপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
উলিপুরে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুলাল (২৪) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে, হাতিয়া ইউনিয়নের চৌমহনী বাজারে।
➤ কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির ফলে পানিবন্দী ৫০ হাজার মানুষ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতির ফলে গত তিনদিন ধরে ঘরের ভিতর মাচা ও চৌকি উঁচু করে আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ। চৌকিতে রান্না-বান্না, চৌকিতেই রাত কাটছে তাদের। বাড়ির চারপাশে থৈথৈ পানিতে অসহায় দিন কাটছে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের।
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির ফলে পানিবন্দী ৫০ হাজার মানুষ