।। উপজেলা প্রতিনিধি ।।
রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে রাজিবপুর উপজেলা কৃষি অফিস।
সোমবার (১ জুলাই) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে ভার্চুয়ালী যুক্ত হয়ে রোপা আমন, পেঁয়াজ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ২৮কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, ভাইস চেয়ারম্যান বাবু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব হাসান পলাশ কৃষকদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে এসব বীজ রোপণ করার আহবান জানান এবং প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিনের এক ইঞ্চি জমি খালি না রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আপনারা কেউ আপনাদের জমি খালি রাখবেন না।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জুলাই/০১/২৪