।। নিউজ ডেস্ক ।।
এবার লালমনিরহাটে মিলেছে বিষধর সাপ রাসেলস ভাইপার। রোববার (২৩ জুন) রাত ৯টায় জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারে একটি দোকানের নীচে রাসেল ভাইপার সাপটি দেখা যায়। ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় জেলাজুড়ে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন এবং সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন ধরে লালমনিরহাটের নদী তীরবর্তী চরাঞ্চল বসবাসরত মানুষ এ সাপের আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে উপজেলার বিভিন্ন জায়গায়।
টংটিংডাঙ্গা বাজারের দোকান মালিক মোমিন জানান, আমি প্রতিদিনের মতো রাতে দোকানে এসেছিলাম। হঠাৎ দেখি দোকানের নিচ থেকে শব্দ আসছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় একটি সাপ বের করে এনে মেরে ফেলি। পরে শুনলাম এটি রাসেলস ভাইপার সাপ।
জগতবের ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, টংটিংডাঙ্গা বাজারে একটি দোকানের নিচে একটি রাসেলস ভাইপার সাপ পাওয়া গেছে, এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার জন্য পরামর্শ দিচ্ছি।
পাটগ্রাম উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রহমান জানান, আমাদের এখানে সাপটিকে উদ্ধার করার মতো সেরকম জনবল নেই।