|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুন ২৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে খেলার সামগ্রী বিতরণ
কুড়িগ্রামে শিশুদের বিনোদনের জন্য ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে একসেট ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়।
➤ ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি শামীম’কে গ্রেফতার করেছে পুলিশ
ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম অদ্য ২৫ জুন ২০২৪ বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোর্শেদুল হাসান পিপিএম এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানাধীন বাসস্টান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভূলতা এলাকার মাদক কারবারি শামীম (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে ।
➤ তিস্তায় নৌকাডুবির ৬ দিন পর আরও ১ শিশুর লাশ উদ্ধার
উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ৬ দিন পর আইরিন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে বজরা ইউনিয়নে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার ভাটিতে চর বজরা দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আইরিন পশ্চিম বজরা এলাকার আনিছুর রহমানের মেয়ে।
https://www.ulipur.com/?p=33028
➤ পিস্তল উঁচিয়ে হুমকি দেয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি
রৌমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে। সাবেক প্রতিমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
https://www.ulipur.com/?p=33019
➤ কুড়িগ্রামে দেড় হাজার কৃষককে প্রণোদনা প্রদান
কুড়িগ্রাম সদরে এক হাজার ৬২০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ধানবীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অফিস ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম।
https://www.ulipur.com/?p=33013
➤ কুড়িগ্রামে দুর্যোগে আগাম সতর্কবার্তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত
দুর্যোগকালীন সময়ে আগাম সতর্কবার্তা প্রদান ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তুলে আনার জন্য সমমনা জিও-এনজিও কর্মকর্তাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কুড়িগ্রাম আরডিআরএস সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সরকার।
https://www.ulipur.com/?p=33010