নিউজ ডেস্কঃ
বর্তমান সময়ে শিক্ষার্থীদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন বন্ধ থাকলেও উলিপুরের ধরণীবাড়ীতে অবস্থিত কেডিএবি কর্তৃক পরিচালিত কনান মাধ্যমিক বিদ্যালয়ে থেমে নেই শিক্ষার্থী নির্যাতন। গতকাল দশম শ্রেণীর শিক্ষার্থী সুব্রত কুমার (১৬) কে মাঠে ডেকে নিয়ে কাঠের বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মমিনুল ইসলাম নামে এক শিক্ষক। উক্ত শিক্ষার্থী অসুস্থ হলে টয়লেট এ আটকিয়ে রাখেন। গত ২৭ ফেব্রুয়ারী সুব্রত কুমার টিফিনের সময় বাড়িতে দুপুরের খাবার খেতে এসে আর না যাওয়াও পরের দিন এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীর ভাই খবর শুনে এলাকাবাসীসহ সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারি কনান স্কুলে শিক্ষার্থী নির্যাতন এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার উল্লেখ্যযোগ্য শিক্ষার্থী নির্যাতন করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে কথা বলার চেষঠা করেও কথা বলা সম্ভব হয়নি।
আজ অবিভাবক সহ এলাকাবাসী অবিলল্বে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।