।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ৬ দিন পর আইরিন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে বজরা ইউনিয়নে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার ভাটিতে চর বজরা দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আইরিন পশ্চিম বজরা এলাকার আনিছুর রহমানের মেয়ে।
এর আগে বুধবার (১৯ জুন ) সন্ধ্যায় বজরা ইউনিয়নের পশ্চিম এলাকার জয়নাল আবেদীনের পরিবার ও তার আত্মীয় স্বজন মিলে একটি নৌকায় তিস্তার ওপারে রংপুর পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবরের চর এলাকায় আত্মীয়র দাওয়াত খেতে যাওয়া পথে বজরা ইউনিয়নের খামার দামার হাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ২৬ জন যাত্রী ছিলেন। এ সময় ১৯ জন নদী সাঁতরে তীরে উঠতে পারলেও ৭জন নিখোঁজ হয়। পরে ওই রাতেই তল্লাশি চালিয়ে আজিজুর রহমানের আড়াই বছর বয়সী আয়েশা সিদ্দিকা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার ৩দিন পর নৌকাডুবির ঘটনাস্থলের পাশেই কাশিয়ার চর এলাকা থেকে ওই গ্ৰামের কয়জাল আলীর মেয়ে কুলসুম (৩) এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নৌকাডুবির ঘটনাস্থলের ৩ কিলোমিটার ভাটিতে চর বজরা দক্ষিণে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের খবর দেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই শিশু আইরিনের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এখনও নৌকার যাত্রী আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালী বেগম (২৭), তার ভাগ্নি হীরা মনি (৯) ও আজিজুর রহমানের ছেলে শামীম হোসেন (৫) এই ৪জন নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বলেন, নৌকাডুবির ৬দিন পর আইরিন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকী নিখোঁজ যাত্রীদের উদ্ধার তল্লাশি অব্যাহত রয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/জুন/২৫/২৪