।। নিউজ ডেস্ক ।।
রৌমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে। সাবেক প্রতিমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, সোমবার (২৪ জুন) বিকেলে আনোয়ার হোসেন নামে সাবেক প্রতিমন্ত্রীর এক প্রতিবেশী অনলাইনে রৌমারী থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী আনোয়ার হোসেন (৫৪) রৌমারী সদর ইউনিয়নের সাং রৌমারী গ্রামের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রতিবেশী।
অভিযোগ সূত্রে জানা যায়, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে আনোয়ার হোসেনের পৈতৃক জমির ৪৫ শতক দখল করে নেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাকির হোসেন লোকজন দিয়ে দখল করা ওই জমির পাশে থাকা ভুক্তভোগীর বাকি জমিতেও মাটি ভরাট করে দখল করার চেষ্টা করেন।
“খবর পেয়ে আনোয়ার হোসেন গিয়ে তাদের বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী সুরাইয়া সুলতানা ও ছেলে সাফায়াত জাকির তাকে মারধর করতে আসেন। এক পর্যায়ে জাকির হোসেন পিস্তল উঁচিয়ে আনোয়ার হোসেনকে গুলি করার হুমকি দেন।”
আনোয়ার হোসেন বলেন, “আমাকে পিস্তল ঠেকিয়ে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। আমি ভয়ে আছি। আমার বাপ-দাদার সম্পত্তি দখল করে নিয়েছে। আমি ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশের তৎপরতা দেখছি না।”
পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, “এটা আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দাখিল করা হয়েছে। বরং আমি যাতায়াতের জন্য রাস্তা দিয়েছি।
“সেই রাস্তার মাটি কেটে নেয়ায় বাধা দেয়ায় আমাকে হয়রানির জন্য এমন অভিযোগ দাখিল করেছে।”
ওসি আবদুল্লা হিল জামান বলেন, “অভিযোগের বিষয় পর্যালোচনা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”