।। নিউজ ডেস্ক ।।
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ জুন) তিন উপজেলা শহরে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি সেখান থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কেএম ওবায়দুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এম এ করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহনাজ বেগম নাজু, ফাল্গুনী তরফদার প্রমুখ।
অপরদিকে, সকাল ১০টায় উলিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।
চিলমারীতেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের স্মরণে, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে কেক কাটা হয়। পরে একটি আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূড়ালে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।