।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে আগুনে পুড়ে গেল ৮ ব্যবসায়ীর দোকান। লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন ক্ষুদ্র এই ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত ভোর রাতে উপজেলার সরকার পাড়া মোড় মিনি বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর রাতে সরকার পাড়া মোড়ের ছোট বাজারে আগুন লাগে আর মুহূর্তেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুনের সূত্রপাতের ঘটনা বলতে না পারলেও সাজুর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়ায় সাজু, ইদ্রিস, রাজু, এহসানুল হক, নুরুজ্জামানসহ ৮ ব্যবসায়ীর দোকানসহ প্রায় ১৫/২০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আগুন লাগার পরপরেই ফায়ার সার্ভিসের নম্বরে রিং করে পাওয়া না যাওয়ায় পরে বাইকযোগে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে কয়েকটি দোকান রক্ষা পায়, তারা আরও আগে আসলে ক্ষতির পরিমাণ কম হত বলে জানান এলাকাবাসী।
ঘটনাটি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, দোকানপাট আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস অভিযোগ অস্বীকার করে জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুন/২১/২৪