।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে গত কয়েকদিনের টানা ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ায় লন্ডভন্ড বাড়িঘর। খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার।
জানা যায়, চিলমারীর নয়ারহাট ইউনিয়নের নাইয়ার চর এলাকায় মঙ্গলবার (১৮ জুন) রাতে এক দমকা হাওয়ায় প্রায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। বাড়িঘর ছিন্নভিন্ন হওয়ায় এলাকার হামিদ, মুকুল, সফি, লিটনসহ প্রায় অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিছে করছে মানবেতর জীবনযাপন।
সুজা, মমিনুলসহ এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাতে হঠাতেই দমকা হওয়া শুরু হয় এবং নিমিষেই প্রায় শতাধিক ঘর উল্টে দুমড়ে-মুচড়ে দেয়। এ সময় মানুষজন জীবন বাঁচাতে ছুটে পালায়। এদিকে ভাঙনের সাথে টানা বৃষ্টিতে আতঙ্কের সাথে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশাররফ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ডালসহ শুকনা খাবার পৌঁছানো হয়েছে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুন/২০/২৪