।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। এতে বন্যার আশঙ্কা নিয়ে দিন কাটছে তীরবর্তী মানুষের।
বুধবার (১৯ জুন) দুপুর ১২টায় তিস্তা নদীর পানি কাউনিয়া ব্রীজ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিম্নাঞ্চলে পানি বাড়লেও এখনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি। তবে টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় প্রায় শতাধিক বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের জরুরী বৈঠক চলছে।