।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে অতিরিক্ত গরমের কারণে জনজীবনের পাশাপাশি ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও তৈরি হচ্ছে নানান ঝুঁকি। অতিরিক্ত গরমে স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশনসহ অন্যান্য সব ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম হয়। এর ফলে এসব যন্ত্রে বিভিন্ন ধরণের ঝামেলার পাশাপাশি বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাও ঘটে যেতে পারে। তাই গরমকালে বৈদ্যুতিক এসব যন্ত্র যাতে বেশি গরম না হয় সেদিকে বিশেষ সচেতনতা বাড়ানো এবং সেই সঙ্গে কী কারণে বৈদ্যুতিক ডিভাইসগুলি অতিরিক্ত গরম হয়, সে সম্পর্কে জানা প্রয়োজন।
আসুন জেনে নিই যেসব কারণে ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হয়ঃ-
স্বাভাবিক বায়ু চালাচলে বাধা: স্বাভাবিকভাবে বায়ু চলাচল করতে না পারলে ইলেকট্রনিক যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। কারণ ল্যাপটপ ও টেলিভিশনে উৎপন্ন তাপ অপসারণের জন্য বায়ু চলাচলের সুবিধা রয়েছে। তবে বায়ু চলাচলের রাস্তা কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন যন্ত্রের অভ্যন্তরীণ উৎপন্ন তাপ বের হতে পারে না এবং যন্ত্র অতিরিক্ত গরম হয়।
মাত্রাতিরিক্ত ব্যবহার: যন্ত্র অতিরিক্ত গরম হওয়ার অন্যতম কারণ বিরতিহীনভাবে যন্ত্রকে ব্যবহার করা। বেশিরভাগ ক্ষেত্রে গেম খেললে বা ভিডিও সম্পাদনার কাজ অনেক্ষণ যাবৎ ব্যবহার করলে স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতো যন্ত্র বেশি মাত্রায় গরম হয়ে যায়।
বাহ্যিক তাপমাত্রা: তীব্র গরমে বাইরের তাপমাত্রা অনেক বেশি থাকে, যার ফলে যন্ত্র শীতল হতে বেশি সময় লাগে। কারণ যন্ত্রের অভ্যন্তরীণ তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রাও যোগ হয়। তাই সরাসরি সূর্যের আলোর নিচে কিংবা দিনের আলোতে বাইরে গরম জায়গায় বা পার্ক করা গাড়ির ভেতরে যন্ত্র থাকলে তা বেশি পরিমাণে গরম হয়।
ধুলাবালু: ইলেকট্রনিক ডিভাইস যেমন- স্মার্টফোন, ল্যাপটপ, এসি ও অন্যান্য যন্ত্রে ধুলাবালু জমে যাওয়ার কারণে যন্ত্রের শীতলীকরণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারে না। এর ফলে যন্ত্র থেকে উৎপন্ন তাপ বের হতে পারে না এবং যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যায়।