।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরের হাতিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ হাজার ৮ শত ৭৪ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় ইউনিয়ন পরিষদের আয়োজনে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।
এ সময় উপস্থিত ছিলেন ভিজিএফের দায়িত্বপ্রাপ্ত সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, ইউপি সদস্য সাইফুল রহমান, রাজ্জাকুল ইসলাম, সামসুল হক, ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা জানান, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৬ হাজার ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
//নিউজ//উলিপুর//মালেক/জুন/১৫/২৪