।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াসকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। বুধবার (১২ জুন) দুপুর ২টার দিকে ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস চোরাইপথে ভারতীয় সুপারী আমদানী করে দেশের বাজারে বিক্রি করতেন। ২০১২ সালে ট্রাকবোঝাই সুপারী ঢাকায় পাচার করতে রৌমারী-ঢাকা মহাসড়কের বাঘারচর বিজিবি ক্যাম্প কর্তৃক আটক হয়। ভারতীয় পন্য অবৈধভাবে পাচার হচ্ছে মর্মে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। সেই মামলায় আইনের তোয়াক্কা না করে আদালতকে অবমাননা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। যার ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে আজ দুপুরে ঈদ উপলক্ষে বিশেষ বিজিএফ এর চাল বিতরণকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠায় রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান পিপিএম জানান, ‘২০১২ সালের দেওয়ানগঞ্জ থানায় ভারতীয় সুপারী অবৈধভাবে আমদানী এবং দেশের বাজারে বিক্রি করার অপরাধের একটি মামলায় আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আমাদের কাছে নোটিশ আশে। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াসকে গ্রেফতার করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জুন/১২/২৪