|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুন ১১, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুুুরে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ বন্ধে সংলাপ অনুষ্ঠিত
উলিপুুুরে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা ও বাজেট পদ্ধতি বিশ্লেষণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
➤ উলিপুরে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
উলিপুুুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
➤ উলিপুরে কালভার্ট ভেঙে ফেলায় ৮ গ্রামের মানুষের দুর্ভোগ
উলিপুরে একটি রিং কালভার্ট ভেঙে ফেলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৬ মাস আগে নতুন ব্রিজ করার কথা বলে কালভার্টটি ভেঙে ফেলা হয়। শুষ্ক মৌসুমে খানাখন্দ পারি দিয়ে যাতায়াত করা গেলেও, বর্ষা মৌসুমে সীমাহীন দুর্ভোগে পড়েছেন ওই পথে যাতায়াতকারী ৮ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
https://www.ulipur.com/?p=32840