।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী। অবশেষে মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে স্বামী মোঃ রহিমুল হক (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) বিকেলে পুলিশ মনিটরিংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের ভিকটিম রশিদা বেগমের সাথে ৬ বছর পূর্বে ফুলবাড়ীর শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার মোঃ রহিমুল হকের (৩৬) সাথে বিয়ে হয় এবং তাদের ১টি ৪ বছরের মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকেই ভিকটিমের স্বামীসহ শ্বশুরপক্ষের লোকজন ভিকটিমের পিতার নিকট যৌতুক দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার (৯ জুন) বিকেলে ভিকটিমকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যগণ যৌতুকের দাবিতে মারধর করে। মারধরের এক পর্যায়ে ভিকটিম মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ার সংবাদ ভিকটিমের পিতা জানতে পেরে ভিকটিমকে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিম হাসপাতালে মৃত্যুবরণ করে।
পরবর্তীতে সোমবার (১০ জুন) ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ফুলবাড়ী থানার মিয়াপাড়া বাজার থেকে বিশেষ কৌশলে মূল আসামি ভিকটিমের স্বামী মোঃ রহিমুল হককে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামীকে মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।