|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ০৯, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ থেমে থেমে বৃষ্টি, জলমগ্ন কুড়িগ্রাম
কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, শনিবার দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার।
➤ ভূরুঙ্গামারীতে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ভূরুঙ্গামারীতে দাফনের প্রায় দেড় মাস পর কবর থেকে ফয়জার রহমান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
➤ ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার
ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রোববার (৯ জুন) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি করা একটি বাছুর ও একটি সেচ পাম্প উদ্ধার করা হয়।
➤ উলিপুর নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার (৯ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলীকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।
https://www.ulipur.com/?p=32788
➤ উলিপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
উলিপুরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মোক্তফ আলী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৯ জুন) দুপুরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
https://www.ulipur.com/?p=32791