|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ০৮, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন ) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
https://www.ulipur.com/?p=32766
➤ রাজিবপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে মুরগি বিতরণ
শনিবার (০৮ জুন) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের মাঝে ১৫টি করে মুরগি বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=32760
➤ রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ ১টি মোটরসাইকেল জব্দ
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার (০৮ জুন) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক পরিবহনে মোটরসাইকেলটি জব্দ করে।
https://www.ulipur.com/?p=32757
➤ শুভসংঘের উদ্যোগে উলিপুরে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
উলিপুরে দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৩ মাসব্যাপী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ জন অসচ্ছল নারীকে নিয়ে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
https://www.ulipur.com/?p=32773