।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুরের তিনটি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে ১৬২টি পরিবারের মাঝে মুরগি বিতরণ করেছে রাজিবপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।
শনিবার (০৮ জুন) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের মাঝে ১৫টি করে মুরগি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে মুরগি বিতরণের উদ্ভোধন করেন প্রধান উপজেলা চেয়ারম্যান শফিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল হাসান প্রমুখ।
সুবিধাভোগী ফরিদা পারভীন বলেন, সরকার আমাগো (আমাদের) ১৫টি কইরা (করে) মুরগি দিছে যাতে আমরা সংসারের আয়-উন্নত করা (করতে) পারি।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জুন/০৮/২৪