।। নিউজ ডেস্ক ।।
রৌমারীতে ২৫০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (০৮ জুন) দুপুরে পুলিশ মনিটরিংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার (০৮ জুন) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক পরিবহনে মোটরসাইকেলটি জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, রৌমারীতে মাদকসহ জব্দকৃত মোটরসাইকেলের মালিক ও উক্ত মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।