।। টেক ডেস্ক ।।
ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের প্রয়োজন হয় সবসময়। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগাযোগ মাধ্যমকে আরও সহজতর ও অভিজ্ঞ করে তুলতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। যার ব্যতিক্রম ঘটেনি এবারও। ব্যবহারকারীরা চাইলেই এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন শেয়ারিং করে যেকোনো বিষয় খুব সহজেই অন্যদের সঙ্গে ভাগাভাগি বা আলোচনা করতে পারবেন। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে যুক্ত করা নতুন এই ফিচারটির দ্বারা ব্যবহারকারী ভিডিও কলে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অ্যালবাম ইত্যাদিও শেয়ার করতে পারবেন।
চলুন জেনে নেয়া যাক হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন যেভাবেঃ-
⇛ যে ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাকে প্রথমে ভিডিও কল দিন
⇛ এরপর নিচের দিকের নেভিগেশন বারে ‘ফোন শেয়ারিং’ আইকনে ক্লিক করে দিন
⇛ আপনি যে স্ক্রিন শেয়ার বা রেকর্ডিং শুরু করছেন, এরকম একটি নোটিফিকেশন স্ক্রিনে দেখাবে
⇛ এবার ‘স্টার্ট নাউ’ বাটনে ক্লিক করলে স্ক্রিন শেয়ারিং চালু হয়ে যাবে
⇛ স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে চাইলে যেকোনো মুহূর্তে ‘স্টপ শেয়ারিং’ বাটনে ক্লিক করে স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে পারবেন।
উল্লেখ্য, নতুন এই ফিচারটির সুবিধা নিতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ইনস্টল বা ডাউনলোড করতে হবে। যিনি শেয়ার করবেন এবং যিনি দেখবেন, উভয়েরই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ডাউনলোড থাকতে হবে।