একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি। প্রতিষ্ঠানটি ৬ ক্যাটাগরির পদে ১২ থেকে ১৮তম গ্রেডে মোট ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী সম্পাদক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতাসহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
২. পদের নাম: কম্পোজিটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রমধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতির দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৩. পদের নাম: ক্যাশিয়ার কাম একাউটেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৪. পদের নাম: প্রুফরিডার
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে (স্বনামধন্য প্রেস/দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা) বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৫. পদের নাম: প্রেরক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৬. পদের নাম: পেইন্টার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে (ডিজিটাল পেইন্টিং কাজে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাস/জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৭. পদের নাম: কার্পেন্টার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৮. পদের নাম: ডার্করুম সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ যেকোনো খ্যাতিসম্পন্ন সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে (সিটিপি-কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাস/ জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২০,০১০ টাকা
গ্রেড: ১৮
আবেদনকারীর বয়সসীমা: ৪ জুন ২০২৪ তারিখে, সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৭নং পদে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা এবং ক্রমিকে ৮নং পদে মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মাগুরা ও বাগেরহাট জেলা।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৭নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ৮নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://ais.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: কৃষি তথ্য সার্ভিস।