।। নিউজ ডেস্ক ।।
আজ ৫ জুন (বুধবার) বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সালে প্রথমবারের মতো এই দিবস উদযাপনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মূলত এরপর থেকেই প্রতি বছর ৫ জুন সারা বিশ্বে আলাদা আলাদা প্রতিপাদ্য নিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। দিবসটি উপলক্ষ্যে সরকারিভাবে বৃক্ষমেলার আয়োজনসহ সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
তৎকালীন প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা তুলে ধরে ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। পরে সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করে পরের বছর অর্থাৎ ১৯৬৯ সালে জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এরপর ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। পরে ১৯৭৩ সালে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। মূলত এরপর ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে দিবসটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।