।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে দাফনের কয়েক ঘণ্টা পর কবর থেকে এক বৃদ্ধার মরদেহ চুরির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে সেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। শনিবার (১ জুন) রাত ২টার দিকে চাকিরপশার পাঠক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, রাজারহাটের চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনই বাদ মাগরিব গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে মৃতার কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উম্মুক্ত দেখতে পায়। পরবর্তীতে সে নিশ্চিত হয় কবরস্থান থেকে তার মায়ের লাশ চুরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায় এবং পরিবারের সদস্যরা আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে লাশ উদ্ধারের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ জানায়। বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ওসিকে জানানো হয়। সংবাদ পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। ওসিসহ কয়েকজন অফিসার ও ফোর্স অনুসন্ধানের এক পর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পায়। পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাজা সম্পন্ন করে ফজরের নামাজের পর যথাস্থানে লাশ দাফন করেন। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কেউ হয়তো চুরির উদ্দেশ্যে লাশটি কবর থেকে উত্তোলন করে, কিন্তু দ্রুত খবরটি ছড়িয়ে পড়ায় মরদেহ ফেলে পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।