।। নিউজ ডেস্ক ।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনরায়ের পর দুই নতুন মুখসহ একজন পূণরায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো নির্বাচন এলাকা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, বিজিবি ও র্যাবের টহলদল। ফলে বিচ্ছিন্ন ঘটনার কোনো সুযোগ তৈরি হয়নি।
কুড়িগ্রাম জেলায় তৃতীয় দফা নির্বাচনে ফুলবাড়ী উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন মোঃ এজাহার আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৭ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৫ হাজার ৬৪২ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
নাগেশ্বরীতে জাতীয় পার্টির সমর্থক একেএম মহিবুল ইসলাম খোকন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪৭ হাজার ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান ৩৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এদিকে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৫ হাজার ৫৬২ ভোট পেয়ে পরাজিত হন।
কুড়িগ্রামের নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর কবির বেসরকারিভাবে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।