।। নিউজ ডেস্ক ।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) রংপুর বিভাগের বিভিন্ন জেলার বেশ কয়েকটি উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ায় প্রায় সব উপজেলায় দলটির একাধিক নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় ৩য় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন। তিনি পান ৪৭ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীকে পান ৩৫ হাজার ৫৬২ ভোট। নাগেশ্বরী উপজেলায় চেয়াম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কে এম মহিবুল হক খোকন। তিনি পান ৪৭ হাজার ৩৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পান ৩৯ হাজার ৬১৬ ভোট। ফুলবাড়ী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ এজাহার আলী। তিনি পান ২৭ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৫ হাজার ৬৪২ ভোট।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুল ইসলাম ও নীলফামারী সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান নির্বাচিত হয়েছেন। দিনাজপুরের খানসামায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুজ্জামান শাহ (আওয়ামী লীগে যোগ দিলেও এখন বিচ্ছিন্ন), সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট সদরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সুজন, রংপুর সদরে নির্দলীয় প্রার্থী ইকবাল হোসেন ও গঙ্গাচড়া উপজেলায় বিএনপির বহিস্কৃত নেতা মোকাররম হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।