।। নিউজ ডেস্ক ।।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী এ ৩ উপজেলায় বুধবার (২৮ মে) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ তিনটি উপজেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে।
আজকের এ তিন উপজেলার ভোটে চেয়ারম্যান প্রার্থী ১৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১০ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ।
জেলার এ তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৪০ হাজার ৯০২ জন এবং মোট ভোট কেন্দ্র ২৮৯টি ছিল।