|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ২৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ বেবি তরমুজের চাষে সফল রাজারহাটের শফিকুল, তিন মাসে আয় দেড় লাখ টাকা
রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলাম স্বপনের স্ত্রী লাভলী বেগম নিজেই এই তরমুজ চাষ করে সাড়া ফেলে দিয়েছেন। কলেজ পড়ুয়া মেয়ে সন্তান ও স্কুল পড়ুয়া ছেলে সন্তানের খরচ মেটাতে শফিকুল ইসলাম স্বপন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করেন। স্বামীর অনুপস্থিতে লাভলী বেগম তার ২০ শতক জমিতে এবার ব্লাক ডায়মন্ড কালারের বেবি তরমুজ চাষ করে সাড়া ফেলে দিয়েছেন।
https://www.ulipur.com/?p=32508
➤ কুড়িগ্রামে কমলা গাছের চারা পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষার্থীরা
জেলা পুলিশ জানায়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গত বছর থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের দুপাশে ফলজ ও বনজ বৃক্ষের চারা লাগানো হয়। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
https://www.ulipur.com/?p=32538
➤ কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ও জাতীয় উন্নয়ন সংস্থা ইএসডিওর বাস্তবায়নাধীন “Community Support for Inclusive and Equitable Education across 15 Schools in Kurigram District (CBM-III Project)” প্রকল্পের আওতায় এসব ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=32541
➤ উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=32535