|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মে ২৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ মাদক সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড
কুড়িগ্রাম সদরে মাদক সেবনের দায়ে বাবা ও ছেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ মে) দুপুরে সদরের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এ অভিযান চালনো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুড়িগ্রাম কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
➤ উলিপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি ওই গৃহবধূ রাতে টিউবওয়েলের পানি আনতে বের হন। এ সময় ওৎপেতে থাকা বাবু মিয়া ও তার সঙ্গীরা জোর করে বাড়ির অদূরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ ঢাকায় কর্মরত তার স্বামীর কাছে চলে যান। এরপরও বাবু ও তার সঙ্গীরা ভুক্তভোগীর মোবাইল নম্বরে নানা সময় ফোন দিয়ে বিরক্ত করতেন।
https://www.ulipur.com/?p=32503
➤ রাজারহাটে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের মৃত কামিনী কান্তু রায়ের ছেলে মহেন্দ্র নাথ বর্মণ(৮৫) একজন কৃষক। তিনি শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তীব্র গরমে ক্ষেতে ধান কাটতে গিয়ে জ্ঞান হারিয়ে ক্ষেতেই পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে গুরত্ব অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে হিট স্ট্রোক করায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
https://www.ulipur.com/?p=32511