।। নিউজ ডেস্ক ।।
‘ফিস্টুলা হোক অবসান-নিশ্চিত হোক নারীর সম্মান’ এ প্রতিপাদ্যে নাগেশ্বরীর কচাকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একুশে পদক প্রাপ্ত প্রফেসর সায়েবা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে মামস্ ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ্ ও ফিস্টুলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ মে) কচাকাটা থানার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ মাতৃত্বে ভিভিএফ, আরভিএফ, প্রলাপস, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার ও ভ্যাজাইনাল স্টেনোসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে একজন ফিস্টুলা আক্রান্ত সহিমা বেগমের সুস্থতার পর তার পূনর্বাসনের জন্য তাকে একটি গরু প্রদান করা হয়।
বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মামস্ ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ্ এর ম্যানেজার নিতাই চন্দ্র কর্মকার, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছাবেদ আলী আজাদ, আমজাদ হোসেন, দিল মোহাম্মদ বাদশা আলমগীর প্রমুখ।