।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে জাল ভোট দেওয়ার অপরাধে আবুল কালাম (৩৫) নামে একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে উলিপুর থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে আবুল কালামকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ ভূমি সংস্কার কমিশনার রংপুর বিভাগ আবু জাফর রাশেদ দোষী সাব্যস্ত করে আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালামকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ওই ইউনিয়নের কুমারপাড়া গ্ৰামের মৃত জহুর উদ্দিনের পুত্র।
//নিউজ//উলিপুর//মালেক/মে/২১/২৪