।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে একটি কলেজের নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকবৃন্দ। চিলমারী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকগণ সোমবার (২০ মে) দুপুরে কলেজের শিক্ষক হলরুমে এ সংবাদ সম্মেলন করেন।
কলেজের গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন/২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূতভাবে রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন কর্তৃক শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়ে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা। লিখিত বক্তব্য মোতাবেক জানা যায়, তফসিল অনুযায়ী নির্দিষ্ট তারিখে প্রার্থীগণ মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করেন এবং সেই অনুযায়ী যাচাই-বাছাই পূর্বক বৈধ ৬ প্রার্থীর চূড়ান্ত তালিকাও প্রকাশ করেন নির্বাচন কমিশন। সেই মোতাবেক ২০ মে (সোমবার) ভোট গ্রহণের কথা থাকলেও হঠাতেই অনিবার্য কারণ দেখিয়ে রিটার্নিং অফিসার ভোট গ্রহণ ও নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন। যেটির বিষয়ও জানেন না শিক্ষক ও নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার ওয়াজেদুল হাসান জানান, আমি সময় মতো নির্দিষ্ট তারিখে (২০ মে) ভোট নিতে গিয়ে নোটিশ দেখে জানতে পারি স্থগিত করা হয়েছে নির্বাচন, কিন্তু এ বিষয় রিটার্নিং অফিসার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি আমাকে জানাননি।
লিখিত বক্তব্যে শিক্ষকরা জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগতকরণ ও তার ইচ্ছা মতো মনগড়া কমিটি গঠনের লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কলেজের শিক্ষার মান নষ্ট করাসহ ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ও প্রার্থী নাজমুল হুদা পারভেজ এবং প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানান, কলেজের ১৬ জন শিক্ষক।
এ বিষয় রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন এর সাথে কথা হলে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বিধায় এই জন্য আপাতত নির্বাচন ও ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
//নিউজ/চিলমারী//সোহেল/মে/২০/২৪