|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মে ১৯, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা
উলিপুরে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (জনকরাজ) প্রদর্শনী ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এ.ডব্লিউ.ডি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
➤ কুড়িগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের সহায়তায় এক টাকায় দশটি হাতপাখা বিতরণ
তীব্র গরমে ক্ষুদে শিক্ষার্থীদের সহায়তায় এক টাকার বিনিময়ে ১০টি করে হাতপাখা বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ মে) সকালে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাখাগুলো বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি শিক্ষকসহ শিক্ষার্থীরা।
https://www.ulipur.com/?p=32363
➤ উলিপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উলিপুরে পাঁচ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টায় বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে তাকে আটক করা হয়। বাদশা মিয়া টাঙ্গাইল সদর উপজেলার মালতীপাড়া গ্রামের ফজল হকের ছেলে।
https://www.ulipur.com/?p=32368
➤ রাজিবপুরে স্কুল নির্মাণ করে চরের শিশুদের শিক্ষার সুযোগ করে দিল পুলিশ
স্কুল হবে জেনে আনন্দের ছোঁয়া লেগেছে কোমলমতি শিশুদের মাঝেও। এদের মধ্যে লামিয়া নামের একজনের সঙ্গে কথা হয় সে তার অনুভূতি জানায় আমাদের। তিনি বলেন, আমি এতো বড় হইছি কিন্তু স্কুল না থাকায় স্কুলে যেতে পারি নাই। কিন্তু স্যাররা আমাদের চরে স্কুল করে দিচ্ছেন। এখন থেকে আমিও স্কুলে যেতে পারবো। আমি পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হতে চাই।
https://www.ulipur.com/?p=32371