জরীফ উদ্দীন: আজ বিকেল ৩ টায় উলিপুর কাচারী মাঠে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” আয়োজিত ৭ দিন ব্যাপী ২২ তম উলিপুর বইমেলার উদ্ভোধন করা হয়। আমেরিকা প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক আবু রায়হান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো:জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মিঞা, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ঠ সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুর পৌরসভার প্যানেল মেয়র লতা বেগম, পার্থ সারথি সরকার প্রমুখ। বক্তার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মের কাছে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরতে। পরে তারা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের বইমেলায় মোট ২০ টি স্টল বসানো হয়েছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম।