।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনোয়ারা বেগম উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৪ মে) দুপুরে পুলিশ মনিটরিংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে মঙ্গলবার (১৪ মে) মধ্যরাতে মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগমকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ অনেক দিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী-প্রমাণের অভাবে ধরতে পারেনি। অবশেষে উল্লেখিত মাদকসহ নাগেশ্বরী থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তথ্য সূত্রঃ কুড়িগ্রাম জেলা পুলিশ।