|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ১৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ১০ বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে
১০ বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে। এর ফলে আমদানি-রপ্তানি কাজে ভারতে যেতে হলে ব্যবসায়ীদের বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের। তবে শিগগিরই ইমিগ্রেশন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
➤ কুড়িগ্রামে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে এইচআইভি এইডস টেস্ট ও কাউন্সিলিংয়ের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে সিভিল সার্জন হলরুমে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিবিএল এন্ড এএসপির লাইন ডিরেক্টর ডা. মাহফুজার রহমান মুকুল।
https://www.ulipur.com/?p=32276
➤ উলিপুরে ইয়াবা ও অস্ত্রসহ আটক ৪
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের কালপানি বজরা এলাকায় পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাবতলী টু বাবুরহাটগামী রোডের কালভার্টের ওপর থেকে ৩২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তাদের সাথে থাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়।
https://www.ulipur.com/?p=32255