।। উপজেলা প্রতনিধি ।।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নার্সিং অফিসারবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার পারুলা খাতুন প্রমুখ।
অন্যদিকে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ প্রমুখ।
//নিউজ//উলিপুর//মালেক/মে/১২/২৪