।। লাইফস্টাইল ডেস্ক ।।
এই গরমে হঠাৎ মাথাব্যথা! ব্যথা মাথাজুড়ে হচ্ছে নাকি মাথার যেকোনো একদিকে হচ্ছে। ক্লাস্টার ব্যথা চাপে নি তো? সাধারণত ক্লাস্টার মাথাব্যথা হঠাৎ শুরু হয়, তবে আস্তে আস্তে এর তীব্রতা বাড়তে থাকে। একটিকে দীর্ঘমেয়াদি মাথাব্যথাও বলা হয়। এ সমস্যা মূলত মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হতে দেখা যায়। কারণ, তাঁদের বেশি বাইরে বের হতে হয়। এছাড়া যাঁদের বয়স ২০ বা এর বেশি, তাঁদের ক্ষেত্রে এ ধরণের মাথাব্যথা হওয়ার আশঙ্কা থাকে সর্বাধিক। তবে পরিবারের কোনো একজনের এ ধরণের সমস্যা থেকে থাকলে অন্যদেরও তা হওয়ার সম্ভাবনা থাকে।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী বলেন, আজ অবদি বিজ্ঞানীরা ক্লাস্টার মাথাব্যথার যথাযথ কারণ খুঁজে বের করতে সক্ষম হয় নি। তবে সেরোটোনিন ও হিস্টামিন নামের দুটি উপাদানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ সমস্যার সম্পর্ক পাওয়া গেছে, যা প্রমাণিত।
কেন হয় এই মাথা ব্যথা?
ক্লাস্টার মাথাব্যথা হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে মদপান ও ধূমপান, অতি উজ্জ্বল আলো, উত্তাপ, কিছু ওষুধ, কোকেন, অত্যধিক পরিশ্রম, বেশি গরম বা রোদে বের হওয়া, উঁচু স্থানে আরোহণ ইত্যাদির কারণে হতে শুরু করে এ ব্যথা।
লক্ষণ বা উপসর্গ
★ চোখ লাল হয়ে যাওয়া
★ চোখ দিয়ে পানি পড়া
★ নাক বন্ধ হয়ে যায় বা নাক দিয়ে পানি পড়ে
★ অস্থির অনুভব হওয়া
★ বমি বমিভাব এবং ক্ষুধামান্দ্য
★ মাথার একদিকে ব্যথা করা
প্রতিরোধে যা করবেন
বেশ কিছু ওষুধ যেমন- প্রোপানোলল, ভেরাপামিল, সাইপ্রোহেপ্টাডিন, টপিরামেট, ভ্যালপ্রোয়িক অ্যাসিড, লিথিয়ামসহ এমিট্রিপটাইলিন ইত্যাদি খাওয়ার মাধ্যমে ক্লাস্টার মাথাব্যথা প্রতিরোধ করা যায়। যদি কোনো সময় হঠাৎ ক্লাস্টার মাথাব্যথা শুরু হয় তবে ট্রিপট্যান জাতীয় ওষুধ বা স্টেরয়েড ব্যবহার করে স্বস্তি পাওয়া যাবে অনেকাংশে। এছাড়া অনেক দ্রুত পরিস্থিতি আরাম দায়ক করতে রোগীকে শতভাগ অক্সিজেন দিতে হবে। অভিজ্ঞ নিউরোমেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এ ধরণের ব্যথা দূরীকরণ করা সম্ভব।
সূত্রঃ প্রথম আলো।